দেশে বায়ুদূষণ প্রতিরোধে প্রণয়ন হচ্ছে আইন

দেশে বায়ুদূষণ (ফাইর ফটো)
রাজধানীসহ দেশ জুড়ে বায়ুদূষণ বাড়ছে, প্রতিরোধে প্রণয়ন হচ্ছে আইন।
মেগাসিটি রাজধানী ঢাকা শহরের গাড়ির ধোঁয়া, সড়ক খোঁড়াখুঁড়িসহ নানা কারণে প্রতিনিয়ত ধুলো-বালি বাড়ছে।
এতে করে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ। শহরের বাতাসে বাড়ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পিএম ২ দশমিক ৫ এর মাত্রা।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের কারণে ফুসফুসজনিত নানা রোগসহ ক্যানসারের ঝুঁকি বাড়ছে। এই সমস্যা সমাধানে বায়ু দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে পরিবেশবিদরা।
এছাড়া নিজেদের সীমাবদ্ধতা থাকলেও দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিচ্ছে এবং রাজধানীসহ দেশ জুড়ে বায়ু দূষণ রোধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বায়ুদূষণ প্রতিরোধে ইতোমধ্যেই আইনের খসড়া প্রণয়ন চূড়ান্ত হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী।
বায়ু দূষণ প্রতিরোধের বিষয়ে আগে কোনো আইন ছিল না জানিয়ে সচিব বলেন, ‘পরিবেশ অধিদফতর পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে বায়ুদূষণ রোধে কার্যক্রম পরিচালিত হবে। বায়ুদূষণ রোধে গেল বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোট ৩৫৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১৭৫টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া যানবাহন সৃষ্ট কালো ধোঁয়া নির্গমন হ্রাসের জন্য বিশ বছরের পুরনো যানবাহন রাজধানী ঢাকাসহ শহরের সড়ক থেকে প্রত্যাহার এবং যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদানকালে যানবাহন নিঃসৃত কালো ধোঁয়া পরীক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়।’
বাংলাদেশ পরিবেশ অধিদফতরের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প থেকে দেশের ৮টি শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুমান মানমাত্রা) প্রতিদিন পর্যবেক্ষণ করা হয়। তাতে দুই মাস ধরে ঢাকার পাশাপাশি রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা শহরের বায়ুর মান মারাত্মক ও খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকা শহরের বায়ুমান মাত্রা ১১৫ ধরা পড়েছে।
জানা যায়, স্বাস্থ্যগত উদ্বেগ বিবেচনায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিমাণ শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সাবধানতা/সতর্কীকরণ, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর ও ৩০১ থেকে ৫০০ পর্যন্ত অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সেই হিসেবে রাজধানী সাবধানতা/সতর্কীকরণ পর্যায়ে রয়েছে।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদফতরের নির্মল বায়ু প্রকল্পের পরিচালক মনজুরুল হান্নান খান বলেন, ‘ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোর আশপাশে গড়ে ওঠা প্রায় ৬ হাজার ইটভাটা ও গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুদূষণের জন্য প্রধানত দায়ী।’
নিউওয়ান২৪.কম/আ.রাফি
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ