ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল 

প্রকাশিত: ১৭:৩২, ৫ এপ্রিল ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়া ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী সিওলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাংউন প্রদেশের গোসেওংয়ের কাছে একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

পরবর্তীতে তা বনাঞ্চলের মধ্যে তীব্রভাবে ছড়িয়ে পড়ে। দাবানলের ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে সরকার। 

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এই অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে চার হাজারেরও বেশি মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

জানা যায়, দাবানল থেকে লোকজনকে সরিয়ে নিতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। উত্তর কোরিয়ার সীমান্তের কাছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকাজুড়ে এ দাবানল ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মূল অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে আগুনের কারণে এখনো বেশকিছু এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসের কারণে আগুন পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ওই এলাকাতেই গত বছরের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ৮ শতাধিক দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে। প্রদেশের শত শত বাড়ি-ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রেসিডেন্ট মুন জ্যা ইন দেশের এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১৬ হাজার ৫শ সেনা, ৩২ সামরিক হেলিকপ্টার এবং ২৬টি সামরিক দমকল ট্রাক মোতায়েন করা হয়েছে।
 
প্রদেশের গভর্নর চই মুন সুন রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সৌভাগ্যবশত মূল আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আরো বেশ কিছু স্থানে এখনো আগুন জ্বলছে

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত