ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

তুর্কি গোয়েন্দা সদরদপ্তরে সৌদি আরবের প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ৩১ অক্টোবর ২০১৮  

ছবি: এপি

ছবি: এপি

তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, সৌদি লেখক জামাল খাশোগি হত্যা নিয়ে আলোচনা করতে ইস্তাম্বুলে থাকা সৌদি আরবের প্রধান কৌঁসুলি সৌদ আল-মুজিব তুরস্কের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

বেসরকারি বার্তা সংস্থা ডিএইচএ বুধবার জানায়, সৌদ আল-মুজিব মাঝ রাতে তুর্কি গোয়েন্দা সংস্থার ইস্তাম্বুল সদরদপ্তরে যান। এবিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর খুন হওয়া খাশোগির মৃত্যুর ঘটনায় সৌদি আরবে যে ১৮ সন্দেহভাজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের ফেরত চাইছে তুরস্ক। সেই সাথে তারা খাশোগির দেহাবশেষের বিষয়ে তথ্য দিতে সৌদি আরবের প্রতি চাপ দিচ্ছে, যা এখনো পাওয়া যায়নি। পাশাপাশি এই সাংবাদিককে হত্যার আদেশ কে দিয়েছে তা জানতে চায় তুরস্ক।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, তারা গ্রেপ্তার ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে এবং তদন্ত শেষে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত