ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ঢাকা থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

গেরামের খবর ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ৭ মার্চ ২০১৭  

রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে তিন দিন আগে অপহৃত এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছেন র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর থেকে তাদের আটক করা হয়।

অপহৃত শিশুটির নাম সাকিব (৩)। সে রাজধানীর দক্ষিণ আগারগাঁও এলাকার আব্দুল সালামের ছেলে।

আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৪০) ও বিউটি বেগম (৩৫)।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত শনিবার দক্ষিণ আগারগাঁও থেকে শিশু সাকিবকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল সালাম র‌্যাব-২ এ লিখিত অভিযোগ করেন।
এরপর তদন্ত ও অভিযান চালিয়ে শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত