ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ট্রেনে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা!

গেরামের খবর

প্রকাশিত: ০০:০৯, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ১৩:৪২, ২০ মার্চ ২০১৭

জয়পুরহাটের সদর উপজেলায় যাত্রীবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিশুকন্যাসহ আত্মহত্যা করেছেন এক নারী।

শনিবার বিকালে উপজেলার তেঘর-কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী ও শিশুর পরিচয় জানা যায়নি। তবে তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন অতিক্রম করার পর তেঘর-কুমারপাড়া এলাকায় শিশুসহ এক বোরকা পরিহিতা মহিলা ওই ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে তাদের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

ওই নারীর পরনে সালোয়ার-কামিজের ওপর ছিল কালো বোরকা এবং শিশুটির পরনে ছিল বেবি ফ্রক।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, তারা স্বেচ্ছায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে- ওই নারী ও শিশু সম্পর্কে মা-মেয়ে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত