টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিয়াউল বাশার ওরফে শাহীন (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহীন হৃীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়ার সৈয়দ আহম্মদের ছেলে। গতকাল দুপুরে হৃীলা স্টেশন মসজিদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, ইয়াবা উদ্ধারের জন্য পুলিশ তাকে নিয়ে অভিযানে যায়। রাত তিনটার দিকে হৃীলার উলুসামারি নামক এলাকায় পৌঁছালে শাহীনকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত শাহীন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ব্যবসার অভিযোগে করা মামলাসহ সাতটি মামলা রয়েছে। তার বাবার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীদের শীর্ষ তালিকায় রয়েছে। নিহত শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র (এলজি), ১৫টি গুলি, ১৫ হাজার পিস ইয়াবা ও ১৩টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে নিহত শাহীনের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা