ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কার পেল ১৬০ শিশু-কিশোর

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশিত: ১৬:১৬, ২৫ ডিসেম্বর ২০২২  


কুমিল্লার চান্দিনা উপজেলার দারোরা গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সঙ্গে জামাতে আদায় করায় চার গ্রামের (দারোরা, হোসেনপুর, সাকুচ, কেগলা) ১৬০ জন কোমলমতি শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

একটি সামাজিক সংগঠন তাদের পুরস্কৃত করেছে। জামাতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ২২ জনকে সাইকেল, একজনকে সেলাই মেশিন, পাঁচজনকে শিক্ষাবৃত্তি, ৯২ জনকে বুক শেলফ এবং ৪০ জনকে বই পুরস্কার দেওয়া হয়।

গত ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০টায় দারোরা মাদরাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে গত ১ নভেম্বর ২০২২ সমাজের শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা দূর করতে এবং জামাতে নামাজ আদায়ে অভ্যস্ত করতে এলাকার ২০টি মসজিদে সাত থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের নিয়ে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সঙ্গে আদায়ের কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে ২৮০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেন। তবে শেষ পর্যন্ত ১৬০ জন তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত