ঝড় হতে পারে, সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস থাকায় নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (রবিবার) আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্ক সংকেত জানানো হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী সোমবার (৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।
আগামী বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে।
রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩০ মিলিমিটার।
- `PM Hasina, the most influential Muslim female at present`
- নিউইয়র্ক আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ও জামিনে মুক্ত
- ক্ষমা চাইলেন এসপি জায়েদুল আলম
- লকডাউনে যেসব বিধিনিষেধ মানতে হবে
- রুশ বাহিনীতে যোগ দিলো নতুন ২ লাখ সেনা
- যা আছে মুনিয়ার সুরতহালে
- মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা
- ঝড় হতে পারে, সতর্ক সংকেত
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত: ফখরুল