জানা গেলো খাশোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য
বিশ্ব সংবাদ ডেস্ক

ফাইল ছবি
সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের প্রকাশিত অডিও বার্তায় নতুন এক চাঞ্চল্যকর তথ্য জানা গেলো। খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় এক হত্যাকারী বলেছেন, আমি জানি বডি কীভাবে কাটতে হয়।
তুরস্ক ওই হত্যাকাণ্ডের যে অডিও ক্লিপটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে পাঠিয়েছে তাতে এমনটাই শোনা যায় বলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন।
এরদোগান তুরস্কের ইস্তাম্বুলে কনসল্যুটে সৌদি আরবের পাঠানো কিলিং স্কোয়াডের হাতে খুনের শিকার জামাল খাশোগির হত্যা নিয়ে শুক্রবার এ তথ্য দেন। তিনি এসময় খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের বারবার অবস্থান পরিবর্তনের নিন্দা জানান। - খবর মিডর ইস্ট আইয়ের
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও কানাডাসহ অন্যান্য দেশে আমরা এই হত্যাকাণ্ডের রেকর্ড পাঠিয়েছি। খাশোগির হত্যাকারীদের মধ্যে অন্যতম সেই ব্যক্তি স্পষ্টতই বলছেন, “আমি জানি কিভাবে কাটতে হয়।” ওই ব্যক্তি একজন সেনাসদস্য। এসব বিষয় অডিও রেকর্ডিংয়ের মধ্যে আছে।’ তবে তিনি এ সংক্রান্ত আর কোনো তথ্য জানানি নি।
গেলো ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসল্যুটে ঢোকার পর নিখোঁজ হন খাশোগি। প্রথমে ব্যাপারটি অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে এ হত্যার দায় স্বীকার করে নেয় সৌদি। কনসল্যুটের ভেতরেই সৌদি কর্মকর্তারা খাশোগিকে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়। পরে তা এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়। আর এ হত্যাকাণ্ডের জন্য সৌদি আরব থেকে ১৫ সদস্যের এক কিলিং স্কোয়াড পাঠানো হয়। যাদের অনেকেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ ঘনিষ্ঠ।
খাশোগি হত্যার এ ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আর এ ঘটনায় নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দিকেই ধেঁয়ে আসে অভিযোগের তীর। বৃহস্পতিবার মার্কিন সিনেটররা এ হত্যার মূল নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুবরাজের পক্ষ নেয়ায় তার সমালোচনা করেন তারা।
নিউজওয়ান২৪/এএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন