‘জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয় সরকার’
স্টাফ রিপোর্টার

মির্জা ফখরুল -ফাইল ফটো
ঢাকা: সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয় বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার) সকালে আর্মি স্টেডিয়ামে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে সবকিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে- আওয়ামী লীগ নেতাদের এমন দাবির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ ধরনের শর্ত দেওয়া থেকে বোঝা যায় সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়।
প্রসঙ্গত, গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে গুলশানের ভয়াবহ রক্তাক্ত ঘটনার উল্লেখ করে বলেন, জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার এই আহ্বান ছিল মূলত সরকারি দলকে উদ্দেশ্য করেই।
তবে বিলম্ব না করে ওইদিনই আওয়ামী লীগ নেতারা খালেদার আহ্বানে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। তারা আবারও বলে দেন, জামায়াতের সঙ্গ ছাড়লেই বিএনপির সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচিত হতে পারে।
এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুলের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে হলি আর্টিসানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এছাড়া বোমা ছুড়ে রেস্টুরেন্টের বাইরে থাকা ডিবি পুলিশ কর্মকর্তা এসি রবিউল ও বনানী থানার ওসি সালাউদ্দিনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন শনিবার সেনাবহিনীর প্যারা কমান্ডোদের অভিযানে ছয় জঙ্গি নিহত হয় ও একজনকে জীবিত আটক করা হয়।
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো