ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ঘরোয়া উপায়ে

চুল কার্ল করতে জেনে নিন... 

প্রকাশিত: ১২:৪৪, ২ অক্টোবর ২০১৮  

সিল্কি ও স্ট্রেইট চুল যাদের তারাও চান চুলে কার্ল বা কোঁকড়া ভাব আনতে। 

কারণ কোকঁড়া চুলের ললনারা যেন একটু বেশিই সৌন্দযের অধিকারনী। এজন্য অনেকেই পার্লারে গিয়ে চুল কার্ল করে থাকেন। 

তবে ক্যামিকেল কিংবা মেশিন ব্যবহারের মাধ্যমে চুলে সাময়িকভাবে কোঁকড়ানো ভাব আসলেও এতে করে চুলে ড্যামেজ হয়ে যায়। তাই ঘরোয়া উপায়ে চুল কার্ল করতে জেনে নিন টিপস-

স্ক্র্যান্চ করুন:

> শ্যাম্পুর পরে অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এতে করে চুল আরো মসৃণ হবে।

> চুল ধোঁয়ার পর অবশ্যই শুকনো তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। এবং পানি ঝরিয়ে ভালো ব্র্যান্ডে ভলিউম ইনহেন্সার স্প্রে অথবা হেয়ার মাউস ব্যবহার করুন। ট্রেসিমি, নোভা, ডভ, প্যান্টিন, ফ্রিজসহ বিভিন্ন ব্র্যান্ডের ভলিউম স্প্রে আপনি বাজারে পেয়ে যাবেন। তবে অবশ্যই চুলের গোড়ায় যন না লাগে সে বিষয়টি খেয়াল রাখবেন।

> এবার চুলের ডগা হাতের মুঠোর মধ্যে নিয়ে চুলের মাঝখান বরাবর চাপতে থাকুন (স্ক্র্যান্চ করুন)। এতে করে চুলগুলো আপনার মুঠোর মধ্যে থাকায় আস্তে আস্তে কার্ল হতে থাকবে। এভাবে পাঁচ-দশ মিনিট করার পর আপনি নিজেই দেখতে পাবেন চমৎকার।

> এবার চুল সামান্য আঁচড়ে হোল্ডিং স্প্রে ছড়িয়ে দিন। পুরো দিনটিই আপনার চুলের কোঁকড়া ভাব বজায় থাকবে।

বিনুনি পাকিয়ে কার্ল করুন:

> ঘরোয়া উপায়ে চুল কার্ল করার আরো একটি সহজ পদ্ধতি হলো বিনুনি পাকানো। যদি আপনি সামান্য কোঁকড়ানো ভাব আনতে চান তবে দু’চারটি ছোট ছোট বিনুনি করে নিন পুরো চুলগুলো দিয়ে।

> যদি আপনি বেশি কোঁকড়া করতে চান তবে পুরো চুলে ছোট ছোট করে অনেকগুলো বিনুনি করুন। এবং দীর্ঘ সময় ধরে রাখুন। যেমন-আপনি যদি রাতে চুলগুলো বিনুনি পাকিয়ে রাকেন তবে সকালে উঠে দেখবেন চুলগুলো সত্যিই অনেক বেশি কোঁড়ানো হয়ে গেছে।

> সকালে বিনুনি খুলে চুলগুলো হালকা আঁচড়ে হোল্ডিং স্প্রে ব্যবহার করে নিন।

নিউজওয়ান২৪/আরাএডব্লিউ

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত