ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্রগ্রাম, নেত্রকোনা ও ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার দুপুরে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুরে চট্রগাম থেকে আসা থার্টি সেভেন আপ মেইল ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেল স্টেশনের সুপার জহুরল ইসলাম জানান, চট্রগ্রাম রেল স্টেশন থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ছেড়ে আসা ময়মনসিংহগামী থার্টি সেভেন আপ মেইল ট্রেনটি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মাহনগরীর বলাশপুরে আসলে ট্রেনের মালবোঝাই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন এসে ট্রেনের বগির চাকা লাইন থেকে উঠানোর কাজ শুরু করে। দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত