চট্টগ্রামে শিবির কার্যালয়ে বোমা: ৯০ জনের নামে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি

ছবি সংগৃহীত
চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবিরের অফিস থেকে ৬টি ককটেল ও বোমা তৈরির গান পাউডার, পেট্রোল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় নগর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনকে আসামি করা হয়েছে।
রোববার চকবাজার থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী এসআই আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবির অফিস থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আ স ম রায়হান, বায়তুল মাল সম্পাদক হামেদ হাসান এলাহী, আমান উল্লাহসহ ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে পুলিশ ব্লক রেইড চালানোর উদ্যোগ নিলে এসময় অফিসের ভেতরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর পরপরই কয়েকশ পুলিশ পুরো এলাকা ঘেরাও করে শিবির অফিসে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল আধা কেজি গান পাউডার, আড়াই কেজি পেট্রোল ও শিবিরের বেশ কিছু প্রকাশনা উদ্ধার করেছে বলে দাবি করে পুলিশ। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে শিবিরের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের পর পুলিশের তল্লাশিকালে ৬টি ককটেল ও বোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে পুলিশের সাজানো নাটক বলে দাবি করা হয়েছে। সম্প্রতি সিএমপিতে যোগ দেয়া পুলিশের এডিসি মেহেদী হাছান নিজের কর্তৃত্ব জাহির করার জন্য অতি উৎসাহী হয়ে এ অভিযান চালিয়েছে।
শিবিরের দাবি, যে অফিসে অভিযান চালানো হয়েছে সেটি গত ৮ বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে কোনও মালামালও নেই।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা