ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

চট্টগ্রামে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে পুলিশের উপর হামলা করায় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিএনপির একদল নেতাকর্মী আজ বিকেলে দায়িত্ব পালনকালে কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। হামলার পর বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তিন পুলিশ আহত হয়েছে বলেও দাবি করেছেন কোতয়ালী থানার ওসি। 

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন আরো বলেন, কর্মসূচি পালনের জন্য বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছিল। এসময় তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা পুলিশের ওপর হামলা করে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত