ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৬, ১ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস  সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ পাঁচ জনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত দুইজন হলো  তানিম (৩) ও  রাজিয়া সুলতানা (১১)।

আলাউদ্দিন তালুকদার নিউজওয়ান২৪-কে বলেন, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  দুই শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ রুবি আকতার নামে আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমানবাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত দুইজনসহ পাঁচ জন দগ্ধ হন।  খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে।

দগ্ধ পাঁচ জন হলেন, সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম, ছেলে তানিম (৩), প্রতিবেশী রুবি আক্তার (১৫) ও রাজিয়া সুলতানা (১১)। এর মধ্যে তানিম ও রাজিয়া মারা গেলো।  

ঘটনার পর হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা নিউজওয়ান২৪-কে জানান, তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত