ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩২, ২৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক যুবকের লাশ গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার নোয়াখালীপাড়া বিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীপাড়া বিচে একটি পরিত্যক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফের (২৮) বলে শনাক্ত করে স্থানীয়রা।

স্থানীয় ও স্বজনদের দাবি, গত ৮ দিন ধরে হানিফ নিখোঁজ ছিল।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত