ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গুগলে যাদেরকে বেশি খুঁজেছে বাংলাদেশ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ১৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮ সালে গুগলে সবচেয়ে যাদেরকে বেশি খোঁজা হয়েছে; সে তালিকা প্রকাশ করেছে গুগল।

তাতে দেখা গেছে, ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন একটি তথ্য প্রকাশ করেছে গুগল। 

এ বছরে বাংলাদেশের মানুষের কৌতূহলের শীর্ষে ছিল ক্রিকেটের স্কোর জানার ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। পিপল তালিকায় দেখা গেছে, গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। আর মুভিজ তালিকায় দেখা গেছে, বাংলাদেশে কৌতূহলের শীর্ষে ছিল ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমাটি। দেখে নিন, পুরো তালিকা-

‘সার্চেস’ ক্যাটাগরিতে ২০১৮ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে ১০টি বিষয়ে বেশি খোঁজা হয়েছে, তা হচ্ছে:

১. ক্রিকবাজ

২. ওয়ার্ল্ড কাপ

৩. এসএসসি রেজাল্ট

৪. এইচএসসি রেজাল্ট

৫. লাইভ ফুটবল

৬. আইপিএল

৭. এশিয়া কাপ

৮. বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে

৯. ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন

১০. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।

‘পিপল’ ক্যাটাগরিতে ২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগলে যে ১০ জন ব্যক্তিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তারা হচ্ছেন:

১. ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট (কলিন্দা গ্রাবার-কিতারোভিচ)

২. প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার

৩. মেগান মার্কেল

৪. মিয়া খলিফা

৫. সানি লিওন

৬. এমবাপ্পে (কিলিয়ান এমবাপ্পে)

৭. মিয়া মালকোভা

৮. নিক জোনাস

৯. খালেদা জিয়া

১০. হিরো আলম

‘মুভিজ’ ক্যাটাগরিতে ২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ১০টি সিনেমা হচ্ছে:

১. থাগস অব হিন্দুস্তান

২. অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার

৩. টাইগার জিন্দা হ্যায়

৪. রেস ৩

৫. বাগি ২

৬. সাঞ্জু

৭. ব্ল্যাক প্যানথার

৮. দ্য নান

৯. হেট স্টোরি ৪

১০. ভেনম

নিউজওয়ান২৪/জেডএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত