ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

গাজীপুরে যুবক খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে সোমবার সকালে কুপিয়ে ও গলাকেটে মোতালেব নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে নিহত যুবকের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফা।

গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মোতালেকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে তার বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেনও আহত হয়। মমতাজ বেগম আহত স্বামী মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর মেট্টাপলিটন পুলিশের সদর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত মোতালেব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ ১০/ ১২ টি মামলা রয়েছে। মোতালেবের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত