ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

খুলনায় সড়ক দুর্ঘটনায় দু`জন নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৪ অক্টোবর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রূপসায় খানজাহান আলী (রহ.) ব্রিজের নীচে কোষ্টগার্ডের গাড়ির ধাক্কায় আরমান হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।

নিহত আরমান রূপসার মো. শাহজাহানের ছেলে ও নৈহাটি মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার সময় সে ব্রিজের নীচে সাইকেল চালাচ্ছিল। 

রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে এক ভ্যানচালক হাসপাতালে ভর্তি করেন। 

সোনাডাঙ্গা মডেল থানার এসআই হরসিৎ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। 

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত