খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর: তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
তুরস্কের ক্ষমতাসীন দল একেপি’র (জাস্টিস অ্যান্ড ডেবেলপমেন্ট পার্টি) ডেপুটি চেয়ারম্যান নুমান কুরতুলমাস বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ‘হাস্যকর’।
বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি হাবেরকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
নুমান কুরতুলমাস বলেন, ট্রাম্পের বিবৃতি ছিল হাস্যকর ও কৌতুক। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটন সত্যকে আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
কুরতুলমুস আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ যারা সৌদি কনস্যুলেটের বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়া পাখির পালকের রং সম্পর্কে জানে তাদের পক্ষে এটা জানা অসম্ভব যে কে খাশোগির হত্যার নির্দেশ দিয়েছিল।’ এটা আমেরিকার জনগণ এমনকি গোটা বিশ্বের মানুষ বিশ্বাস করবে না বলেও জানান তিনি।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য সরাসরি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নন।
আর্ন্তজাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অটুট রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, যাই হোক না কেন, আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।
গতমাসে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে আমেরিকায় বসবাসরত খাশোগি ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। সৌদি আরবের সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
খাশোগি নিখোঁজ হওয়ার পর রিয়াদ প্রথমে অস্বীকার করে তারা এ ব্যাপারে কিছু্ই জানে না। কিন্তু চাপে পড়ে ঘটনার সপ্তাহখানেক পর সৌদি অ্যাটর্নি জেনারেল শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ খাশোগি হত্যায় জড়িত ১১ ব্যক্তিকে অভিযুক্ত করেন। এদের মধ্যে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়ার ঘোষণা দিয়েছে তারা।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন