ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৩০ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

ক্রিমিয়া উপদ্বীপে শীঘ্রই ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য নতুন এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। 

কৃষ্ণ সাগরে রাশিয়ার জলসীমায় ইউক্রেনের তিনটি জাহাজ এখনও আটকে রাখা হয়েছে। আর এই কাজে রাশিয়ার অস্ত্র ব্যবহার করা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইউক্রেন তাদের জাহাজ আটকের জেরে দেশের বিভিন্ন স্থানে ৩০ দিনের জন্য সামরিক আইন জারির আদেশ দেওয়ার পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উদ্যোগের এই খবর এল। 

উল্লেখ্য, অবৈধভাবে জলসীমায় প্রবেশের অভিযোগ তুলে গত রবিবার রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের দুটি গানবোট এবং একটি টাগবোট আটক করে। পরদিন রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, তাদের সীমান্ত টহল বোটগুলো ইউক্রেন নৌবাহিনীর জাহাজ বাজেয়াপ্ত এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করেছে। আর এই ঘটনায় ইউক্রেনের তিন নাবিক আহত হয়েছেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত