ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান
নিউজ ডেস্ক

ফাইল ছবি
আমাদের দৈনন্দিন জীবনের অনেককিছুই প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। এই যেমন আমাদের প্রাত্যহিক কেনাকাটা এখন অনেকটা ক্রেডিট কার্ড ব্যবহার করেন। মধ্যবিত্তের অনেকের কাছেই ক্রেডিট কার্ডে হয় অনেক সমস্যার সমাধান। যেকোনো খরচের ক্ষেত্রেই ক্রেডিট কার্ড কাজে লাগান অনেকেই। কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারের সময়ও কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, তা জানে না অনেকেই। গোপনীয়তার ব্যাপারগুলো অনেকেই এড়িয়ে যান। এতে বিভিন্ন সমস্যা ঘটতে পারে, তাই মাথায় রাখুন এই বিষয়গুলোর দিকে:
১. ডেবিট কার্ডের মতোই এর সব তথ্যই একান্ত ব্যক্তিগত। এর পিন, সিভিভি, কার্ডের নম্বর অবশ্যই গোপন রাখুন। খুব ঘনিষ্ঠ কাউকে সেগুলোর বিস্তারিত বলার আগে ভেবে নিন। কারণ কখন কার মাধ্যমে কীভাবে এগুলো তথ্য বেহাত হয়ে যায়, টের পাওয়াও মুশকিল।
২. যে নেটওয়ার্কের সুরক্ষা নিয়ে আপনার সন্দেহ হবে, সেখানে কার্ড ব্যবহার করবেন না। অনেক সময় রেস্তোঁরা বা দোকানে বিল মেটাতে গেলে আমরা সবার সামনেই পিন নম্বর দিয়ে দেই। এটা করবেন না কখনো। পিন নম্বর দেওয়ার আগে দেখে নিন আশেপাশে কেউ আপনাকে লক্ষ্য করছে নাকি।
৩. ডেবিট কার্ডের মতো সহজলভ্য ও শেয়ার করা হয় এমন কোনো নেটওয়ার্কে কার্ড ব্যবহার করবেন না। সাইবার ক্যাফেতে কার্ড ব্যবহারের অভ্যাস থাকলে সে অভ্যাস বাদ দিন। যেখানে আপনার ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপ সহজেই বাইরের কারও হাতে পড়তে পারে এমন মেশিন থেকে কার্ড ব্যবহার করবেন না।
৪. বাইরের কেউ বা ব্যাংক থেকে ফোন করে কেউ কার্ড সম্পর্কে কোনো তথ্য চাইলে সেটা দেবেন না। যদি একাধিকবার কেউ এমন ফোন করে নম্বর চায় তবে প্রয়োজন হলে সেই নম্বরটি জানিয়ে পুলিশে অভিযোগ করে রাখুন।
৫. কোন সংস্থার ক্রেডিট কার্ড নিচ্ছেন তা দেখে নিয়ে তাদের খুঁটিনাটি নানা নিয়মকানুন আগে জেনে নিন। আপনার কার্ডটির জন্য সংস্থার তরফে বিশেষ কোনো সুরক্ষা আছে কি না জানুন। অনেক সময় ব্যাংকগুলো বেশকিছু কার্ডকে সুরক্ষা দেয়। তেমন সুরক্ষিত কার্ড না হলে সে কার্ড গ্রহণ করবেন না।
৬. ওয়াইফাই জোন পেয়ে নেট বাঁচাতে সেখানেই দরকারি ট্রানজাকশন সেরে নেন অনেকে। এই অভ্যাস একদমই ভালো নয়। এই ধরনের নেটওয়ার্কের সুরক্ষা ব্যবস্থা খুব একটা জোরালো হয় না। কারণ এখান থেকে কার্ড নকল বা হ্যাক করা সহজ হয়।
নিউজওয়ান২৪/এমএস
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে
- শিশুকে ফ্লাইং কিস: আমিরাতি তরুণের জেল