ক্রাইস্টচার্চে নিহত কুড়িগ্রামের সামাদের বাড়িতে শোকের মাতম
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশির একজন হচ্ছেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা কৃষি অর্থনীতিবিদ ড. আবদুস সামাদ। তিনি নাগেশ্বরীর মধুর হাইল্ল্যা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
মৃত্যুর খবর শোনার পর নিহতের বাড়ি মধুর হাইল্ল্যা গ্রামে বিরাজ করছে শোকের ছায়া।
শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান। এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। ঘরের ভেতর ড. সামাদের বড়ভাই মতিয়ার রহমান অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তিনি কাউকে কিছুই বলতে পারছেন না।
গ্রামের বাড়িতে ড. সামাদের ভাতিজা আবদুল মান্নান বিলাপ করছেন, আমার আর নিউজিল্যান্ডে যাওয়া হলো না। আমি হাফেজ হলে চাচা আমাকে নিউজিল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন। এখন কে আমাকে নিয়ে যাবে?
আরেক ভাতিজা মামুন বলেন, চাচা এপ্রিল মাসে বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন আসবেন লাশ হয়ে।
ড. সামাদের বোনজামাই আহম্মদ আলী বলেন, সামাদ ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যারা আমার ভাইকে নিমর্মভাবে হত্যা করেছে, তার ফাঁসি চাই।
তিনি আরও জানান, ড. সামাদের স্ত্রী কিশোয়ারা বেগম নিরাপদে আছেন।
নিহত ড. সামাদ আজাদের ছোট ভাই শামছুজ্জামান জানান, আমাদের ১০ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। সন্ত্রাসী হামলায় তার নিহত হওয়ার খবর শোনার পর আমরা হতভম্ব।
নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় ড. আবদুস সামাদের মৃত্যুর বিষয়টি তার পরিবারসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক দ্বীন মোহাম্মদ দিনু পরিবর্তন ডটকমকে বলেন, ড. আবদুস সামাদ বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ৫-৬ বছর আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যান। পরে তিনি স্ত্রীসহ দুই সন্তান নিয়ে নিউজিল্যান্ডে পাড়ি জমান। সেখানে তিনি লিংকন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগি নেন।
নিউজিল্যান্ডে স্ত্রী কিশোয়ারাসহ দুই ছেলে তানভীর ও তারেক সাথেই থাকতেন। বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোহা মোহাম্মদ ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা