ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

‘কেন্দ্রের আশেপাশে ভোটার ছাড়া কাউকে পেলে গ্রেফতার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১ ফেব্রুয়ারি ২০২০  

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রের আশেপাশে ভোটার ছাড়া কাউকে পেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।

শুক্রবার বিকেলে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম একথা বলেন।

তিনি আরো বলেন, এ ভোট সিটি নির্বাচনের ভোট। যারা ভোটার কেবল তারাই কেন্দ্রে যাবে। ভোটার ছাড়া কাউকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরপরেও যারা কেন্দ্রে বা তার আশেপাশে ঘোরাফেরা করবেন তাহলে তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন। অতএব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, ভোটগ্রহণের নিরাপত্তায় ৪০ হাজার পুলিশ সদস্য ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৩০ হাজার মাঠে থাকবে আর ১০ হাজার পুলিশ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত