ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কুখ্যাত নয়ন বণ্ডের লাশ উদ্ধার, নিহত রিফাতের বাবার সন্তোষ

প্রকাশিত: ১২:১৮, ২ জুলাই ২০১৯  

রিফাত হত্যায় জড়িতরা। এদের মধ্যে নয়ন বন্ড মঙ্গলবার ভোর রাতে নিহত হয়

রিফাত হত্যায় জড়িতরা। এদের মধ্যে নয়ন বন্ড মঙ্গলবার ভোর রাতে নিহত হয়

শেষতক বিকৃত তারুণ্যের প্রতীক নয়ন বন্ডকে (২৫) পাওয়া গেছে লাশ হিসেবে। এতে সন্তোষ প্রকাশ করেছেন নয়নের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হওয়া রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। আজ (মঙ্গলবার) ভোর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড নিহত হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুলাল বলেছেন, ‘বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের নিহত হওয়ার খবর শুনে আমার খুব ভালো লাগছে।’

পুলিশ জানিয়েছে, ভোররাত সোয়া চারটার দিকে বরগুনা জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ববুড়িরচর গ্রামে এক বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল মূল প্রবেশ দ্বারের সামনের রাস্তায় রিফাত শরীফের ওপর ধরালো রামদাসহ দেশি অস্ত্র নিয়ে হামলে পড়ে নয়ন বন্ড ও তার সঙ্গীরা। তারা নির্দয়ভাবে কোপাতে থাকে রিফাতকে। তখন সেখানে উপস্থিত ছিল আক্রান্ত রিফাতের স্ত্রী বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা। আয়েশা স্বামীকে রক্ষায় জন্য প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সন্ত্রাসীরা তাকে (রিফাত) উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। জনবহুল এলাকায় এমন নৃশংস হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ আর প্রতিবাদের ঝড় ওঠে।

‘আইনশৃঙ্খলা বাহিনীর এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যার নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পরই প্রশাসন তৎপর হয়েছে। তারা রাত-দিন কাজ করে আসামিদের ধরেছে। গত রাতে নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এতে আমার ছেলের আত্মা যদি একটু শান্তি পায়...’ একথা বলেই কেঁদে ফেলেন নিহত রিফাতের পিতা দুলাল।

তিনি আরও বলেন, ‘মিডিয়া কর্মীদের আমি ধন্যবাদ জানাই। তাদের প্রচার আসামিদের ধরতে সহায়তা করেছে। এই আসামিরা কারা, তারা কাদের ছত্রছায়ায় চলে এটা গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে বের করে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি।’

নিহত দুরাচার নয়ন বন্ড বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর আসামি।

যেভাবে ঘটলো
সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডকে গ্রেপ্তার করতে বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পুরাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর গুলি চালায় নয়ন বন্ড ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শটগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত