ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কিমের গুলিতে খুন হলেন ট্রাম্প! (ভিডিও)

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রেড কার্পেটে মৃত শুয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তিনি আর পৃথিবীর আলো দেখতে পাবেন না। কারণ তিনি এখন মৃত! আর তাকে গুলি করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! মৃত্যুর আগে তার দিকে পিস্তল তাক করে শুট করা অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতেই প্রমাণ মিলেছে কিম জং উন’ই ট্রাম্পকে খুন করেছে!

আশপাশ থেকে শোনা যাচ্ছে একটাই শোরগোল, ‘দ্য শো মাস্ট গো অন!’। মূলত এই দৃশ্যপট একটি আর্ট গ্যালারির। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের সেই আর্ট গ্যালারিতে বিশ্বের দুই প্রতাপশালী নেতার পুতুল বানিয়ে প্রদর্শনী করছেন সাউথ কোরিয়ান শিল্পী লিম ইয়ং সান।

চলতি বছরেই সিঙ্গাপুরে পরমাণু অস্ত্রশস্ত্র বিষয়ক আলোচনায় বসেছিলেন কিম জং উন এবং ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ উত্তর কোরিয়া-আমেরিকা শীর্ষ বৈঠকে করমর্দনও করতে দেখা গিয়েছিল দুই রাষ্ট্রনেতাকে।

৫৯ বছরের শিল্পী লিমের কথায়, রাজনৈতিক দিক থেকে বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি। সেই বাস্তব, যে বাস্তব সাধারণ নাগরিককে কখনো ভয় পাইয়ে দেয়, আবার কখনো উদ্বিগ্ন করে, ঠিক সিনেমার মতোই।

কিছুটা সিনেমার সেটের মতো করেই নিজের প্রদর্শনী সাজিয়েছেন শিল্পী লিম ইয়ং সান। বন্ধুর মতোই ট্রাম্প এবং কিম দু’জনে মিলে অর্থের লভ্যাংশ নিয়ে ঝগড়া করছেন। হুট করেই চড়া সুদ চেয়ে বসলেন ট্রাম্প। আর তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন কিম জং উন। রেগে গিয়ে ট্রাম্পের উপর গুলিই চালিয়ে দিলেন কিম।

শিল্পীর কথায়, রাজনৈতিক ক্ষেত্রে দুই নেতাই মাস্টার। কিন্তু নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সাধারণ নাগরিককে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তারা।

এক সপ্তাহ ধরে চলা এই প্রদর্শনীর শেষ দিন ছিল বুধবার। হাজার হাজার মানুষ এসে দেখে গিয়েছেন এই প্রদর্শনী। কেউ ভালো বলেছেন। কেউ আবার মুখের উপরেই বলেছেন, আপনাদের মতো শিল্পীরাই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করছেন।

শিল্পী লিম ইয়ং সান বলেন, গণতান্ত্রিক দেশে ট্রাম্পের মতো রাজনীতিকরা আসবেন, যাবেন। কিন্তু কিম জং উনের মতো স্বৈরাচারী শাসক বহুদিনের জন্য ক্ষমতায় থেকে যাবেন।

ভিডিওটি দেখুন:

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত