ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কিছু বেঈমানি ও বিশ্বাসঘাতকতার চিত্র

আনোয়ার কবির

প্রকাশিত: ১৩:০৭, ৩ নভেম্বর ২০১৬   আপডেট: ১৬:২৯, ৪ নভেম্বর ২০১৬

বিএনপি’র ৭ নভেম্বর উপলক্ষে ‘জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল’ আয়োজিত আলোচনা সভায় দেখলাম প্রধান অতিথি মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি নেতা আবদুস সালাম। দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই ধরণের ঘটনা ঘটলো কেমনে? অনেকটা জামাতে ইসলামীর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠানের মতো!

যারা ৭ নভেম্বর সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা প্রত্যেকেই জানেন, সে সময়ে মেজর হাফিজ, জেনারেল খালেদ মোশাররফের পক্ষে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মেজর হাফিজকে, জিয়াউর রহমান গ্রেফতারও করেছিলেন। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রত্যেকে ৭ নভেম্বরে খালেদ মোশাররফের ডান হাত ৪৬ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার কর্নেল শাফায়াত জামিলের রক্তাক্ত নভেম্বর… বইটি পড়তে পারেন।

তাতে আছে সেই ঘটনার বর্ণনা- কীভাবে সেদিন মেজর হাফিজরা জিয়াউর রহমানকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে বন্ড-এ স্বাক্ষর করতে বাধ্য করে নিজেরা মুক্ত হয়েছিলেন।

আর ইশতিয়াক আজিজ উলফাত তো খালেদ মোশারফের মুক্তিযুদ্ধকালীন সরাসরি শিষ্য। ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে জিয়াউর রহমানের আসল চেহারা বুঝতে পারলে মেজর হাফিজের হাতের একটি বুলেটেই তার জীবনকে সাঙ্গ করে দেয়ার জন্য যথেষ্ট ছিল। আর আজ?
খুব অবাক লাগে কীভাবে এত তাড়াতাড়ি তারা জেনারেল খালেদ মোশাররফের সাথে বেঈমানি করতে পারলো?

এখনো ৭ নভেম্বরের তিন পক্ষের অনেকেই জীবিত। আর এরইমধ্যে এভাবে চোখ উল্টিয়ে ফেলা নিশ্চিত তাহেরের সঙ্গে জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতাকেই স্মরণ করিয়ে দেয়!!!

বিএনপি নেতা আবদুস সালাম তখন সরাসরি জাসদের অর্থাৎ কর্নেল তাহেরের শিষ্য ছিলেন। কয়েকবছর আগে এক বইমেলায় সালাম সাহেব ও তার স্ত্রী (স্ত্রীও রাজনীতিবিদ, মহিলা কমিশনার ছিলেন) নওরোজ কিতাবিস্তান থেকে আমার ‘ফাঁসির মঞ্চে কর্নেল তাহের; একটি অজানা কাহিনী’ বইটি কিনেছিলেন। তখন সেখানে উপস্থিত নওরোজের স্বত্বাধিকারী চন্দন তাকে বলেছিলেন, লেখক এখানে আছেন।

একথা শুনে আমার সঙ্গে আগ্রহ নিয়ে হাত মেলালেন। এসময় তারা বিএনপির নেতা শুনে চন্দন অবাক হলেন। তখন তারাই বললেন, তাহের ভাই হলো আমাদের বিশ্বাস, চেতনা। আর বিএনপি হলো রাজনীতি!! তাহের ভাইয়ের জন্য সারাজীবন অন্তর থেকে কষ্ট পাব।

আজ বিএনপি নেতা আবদুস সালামকে দেখে তাহেরের সাথে জিয়ার সেই বেঈমানির ঘটনা আবারো মনে পড়ে গেল? আসলে আমরা কি এতই সুবিধাবাদী, দালাল, এত ক্ষুদ্র হয়ে গেলাম!!!
নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত