ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কিছু ইউরোপীয় সরকার মার্কিন শাসকদের মতোই অসভ্য: ইরানি আলেম

প্রকাশিত: ১৬:৫০, ২০ এপ্রিল ২০১৯  

কাযেম সিদ্দিকি

কাযেম সিদ্দিকি

নোংরামী আর অসভ্যতায় ইউরোপের কোনো কোনো সরকারের রেকর্ড মার্কিন সরকারের রেকর্ডের সমতুল্য। একথা বলেছেন শীর্ষ পর্যায়ের ইরানি আলেম কাযেম সিদ্দিকি। গতকাল (শুক্রবার) তেহরানে জুমার খুতবায় তিনি একথা বলেন। কাজেম আরো বলেন, কঠিন দিনগুলোতে ইরানের পাশে এসে দাঁড়ায়নি ইউরোপ। তাই ইউরোপের পদক্ষেপগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

তিনি আরো বলেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের হাতে পরাজিত হওয়াতেই মার্কিন সরকার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে।  

কাযেম সিদ্দিকি বলেন, পশ্চিম এশীয় অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের কাছে পরাজিত হওয়ায় এ অঞ্চলের মার্কিন নীতিমালা প্রশ্নবিদ্ধ হয়েছে। আর এ কারণেই ইরানের ওপর ক্রুদ্ধ হয়ে আছে ওয়াশিংটন।

ইরানের বন্যার্তদের কাছে বিভিন্ন দেশের ত্রাণ পাঠানোর কাজে মার্কিন বাধার নিন্দা জানিয়ে কাযেম সিদ্দিকি বলেন, এমন অমানবিক পদক্ষেপ ইরানিদের সঙ্গে মার্কিন সরকারের শত্রুতাকে আবারও স্পষ্ট করেছে।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব কাযেম সিদ্দিকি আরও বলেন, ইরান বিদ্বেষী মার্কিন পদক্ষেপ ও ফরাসি সরকারের মত কোনো কোনো ইউরোপপিয়ান সরকারের ইরান-বিরোধী পদক্ষেপগুলো তাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। রেডিও তেহরান

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত