ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত মেয়রসহ নিহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ১০ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কলম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর তারাইরার মেয়র দরিস ভিয়েগাস, তার স্বামী ও কন্যাও রয়েছেন।

শনিবার (৯ মার্চ) দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ডগলাস ডিসি-৩ নামের যুক্তরাষ্ট্রে নির্মিত দুই ইঞ্জিনের এই প্রপেলার প্লেনটি স্যান হোস দেল গুয়াভিয়ার থেকে ভিয়াভিসেন্সি শহরে যাচ্ছিল।

ভিয়াভিসেন্সির অ্যারোনটিক্যা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। এরপর এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। তারপর আগুন ধরে এটি বিধ্বস্ত হয়ে যায়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। ১২জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিলো বিমানটি।

দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট ইভান দুক। একইসঙ্গে তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত