কন্যা এবং বৃশ্চিক রাশির প্রেমে শুভ সময়
লাইফস্টাইল ডেস্ক

ফাইল ছবি
রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
দূরে কোনো স্থানে ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। যারা গান বাজনা নিয়ে কাজ করেন, তাদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয়দের নিয়ে কোনো বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। আজ কোনো কাজের শুরু খুব ভাল হবে। একাধিক পথে আয় বাড়তে পারে।
বৃষ (এপ্রিল ২০-মে ২০)
তর্কে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা। অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনো বিপদ বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা।
মিথুন (মে ২১-জুন ২০)
বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটূ কথা বলবার জন্য দুঃখ বোধ বাড়তে পারে। লিভারের কোনো সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনো খারাপ খবর পেতে পারেন। অযথা ভ্রমণ হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকুন। ব্যবসায় বাড়তি কোনো লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
কর্কট (জুন ২১-জুলাই ২২)
পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল। সন্তানের জন্য বাড়তি কোনো খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে কোনো খরচ বাড়তে পারে। সমাজের কোনো কাজের দায়িত্ব আসতে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
বন্ধুদের জন্য বাজে কিছু ঘটতে পারে। প্রেম প্রণয়ে বিবাদ বাড়তে পারে। বাহিরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। কোনো উঁচুস্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত থাকার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। বিবাহ জীবন সুখের কাটতে পারে। ব্যবসায় আজ একটু চাপ বাড়তে পারে। বাজে বুদ্ধির জন্য কোনো কাজে খুঁত থাকতে পারে।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে। পত্নী বিবাদ নিয়ে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। শরীরে কষ্টের কারণে কাজে অনিহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার শরীরে জন্য খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে কোনো সুবিধা হতে পারে। শরীরে রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি। পিঠের যন্ত্রণা বৃদ্ধি। কোনো নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় ভাল বুদ্ধির জন্য আয়।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি। ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অশান্তি বাড়তে পারে। দূরের কোনো আত্মীয়ের খবর আসতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধুসেবার জন্য মনের শান্তি বাড়তে পারে। শরীরে কোনো কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির যোগ। ব্যবসায় কোনো বিবাদ থেকে সাবধান থাকা দরকার।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
বাড়তি কোনো খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধি পেতে পারে। বন্ধু বিবাদ হতে পারে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
গুরুজনদের সঙ্গে অশান্তিতে মানসিক ক্লেশ। পুরনো বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেয়া প্রয়োজন। খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
কোনো বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনো কারণে মতান্তরের সৃষ্টি হতে পারে। মহিলা সংক্রান্ত বিপত্তি হতে পারে। আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারিদের শুভ দিন। আপনার কোনো ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ। আজ আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারো সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে। বেশি উদারতা কারো প্রতি না দেখানোই ভাল। ভ্রমণের সুযোগ আছে। আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যার জন্য সকলের প্রীতিলাভ করবেন।
নিউজওয়ান২৪/এএস
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে
- শিশুকে ফ্লাইং কিস: আমিরাতি তরুণের জেল