ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ওভারটেক করতে গিয়ে বাস উল্টে নিহত ২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪১, ২৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে যায়। এতে দুই জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অপরজন মারা যান।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ, বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আহতদের মধ‍্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত