এ ভয়ানক প্রতারককে ধরিয়ে দিন
নিজস্ব প্রতিবেদক

ছবিতে চিহ্নিত লাল শার্ট পরিহিত ব্যক্তিটি একজন প্রতারক
পল্টন থানাধীন জিপিও (পোস্ট অফিস) থেকে প্রতারনার ফাঁদে ফেলে এক মহিলার কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তার ছবি সংগ্রহ করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। আর এ কারণেই প্রতাকরকে গ্রেপ্তার করতে পুলিশের সাহায্য নিয়েছেন ভিকটিমের পরিবার।
পল্টন থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট তারিখে সুরাইয়া খান নামে একজন মহিলা পল্টন থানায় এসে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, তার মা একজন সৌদি প্রবাসী। তার মায়ের নামে পল্টন থানাধীন জিপিও (পোস্ট অফিস)তে তিন বছর মেয়াদী একটি একাউন্ট আছে। উক্ত একাউন্টে লভ্যাংশসহ এক লক্ষ ত্রিশ হাজার টাকা জমা হয়। তার মা আরও এক লক্ষ সত্তর হাজার টাকা জমা দেওয়ার জন্য গত ১৩ আগস্ট সাড়ে ১২টায় তার বড় ভাই সাব্বিরকে নিয়ে জিপিওতে কাউন্টারে দাঁড়িয়ে থাকে। তার মা কাউন্টারের ভিতরে জনৈক সুদিস বাবুর নিকট গিয়ে বলে যে, এক লক্ষ সত্তর হাজার টাকা জমা দেব। সুদিস বাবু বলেন, অপেক্ষা করুন। প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর লাল শার্ট পরিহিত অজ্ঞাতনামা লোকটি সুরাইয়াকে বলে যে, আপনি কাউন্টার হতে বের হন এবং তার মাকে ৩৬ নাম্বার কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য যেতে বলে।
সে তার মাকে নিয়ে ৩৬ নাম্বার কাউন্টারে গেলে লাল শার্ট পরিহিত লোকটি তার নিকট হতে এক লক্ষ সত্তর হাজার টাকা জমা নিয়ে সুদিস বাবুর কাছ থেকে রিসিপ্ট নেওয়ার জন্য যেতে বলে। একথা বলে সে কাউন্টার হতে বাহির হয়ে যেতে থাকে। বাদির মাতা ও বড় ভাই ডাক-চিৎকার করে অজ্ঞাতনামা লোকটিকে ধরার চেষ্টা করে কিন্তু তৎক্ষণে লোকটি টাকা নিয়া পালিয়ে যায়।
উল্লেখিত ব্যক্তির কোনো পরিচয় কিংবা সংবাদ পাওয়া গেলে পল্টন মডেল থানায় (ওসি : ০১৭১৩-৩৭৩১৫৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা