এবার ক্যালিফোর্নিয়ায় ইহুদিদের সিনাগগে গুলি, নিহত ১

ঘটনাস্থলে শোকসন্তপ্ত স্বজনকে প্রবোধ দেওয়া করছেন এক নারী ছবি: অনলাইন
গত কয়েক মাসের মধ্যে নিউজল্যান্ডে মসজিদে, শ্রীলঙ্কায় গির্জায় এরপর এবার যুক্তরাষ্ট্রে সিনাগগে সশস্ত্র হামলার ঘটনা ঘটলো। বিভিন্ন ধর্মের প্রার্থণাস্থলগুলোতে হামলার যেন ধারাবাহিকতা চলছে।
শনিবার ক্যালিফোর্নিয়ার একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইহুদি সম্প্রদায়ের বাৎসরিক পাসওভার পরব চলার সময় সিনাগগটিতে হামলার এ ঘটনা ঘটে। হামলার কারণ বিষয়ে পুলিশ এখনো কিছু বলতে না পারলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামলাটি ‘হেইট ক্রাইম হতে পারে’ বলে মন্তব্য করেছেন।
গতকাল (শনিবার) সান ডিয়াগো শহরের পোওয়ে এলাকার এ ঘটনায় জন আর্নেস্ট নামে ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় আর্নেস্টের বিরুদ্ধে তদন্ত চলছিল বলেও পুলিশ জানায়। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজন কার্যকলাপ ও অনলাইনে প্রকাশ করা একটি খোলা চিঠি নিয়ে তদন্তকারীরা কাজ করছে বলে জানিয়েছেন সান ডিয়াগোর কাউন্টি শেরিফ বিল গোর।
উল্লেখ্য, ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।
শেরিফ গোর বলেছেন, গুলিতে চার ব্যক্তি আহত হন এবং তাদের পালমার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত একজন মারা যান। অন্য তিন জনের অবস্থা স্থিতিশীল আছে।
সিনাগগটির ধর্মগুরু (রাব্বি) হাতে একটি গুলি লেগেছে বলে সান ডিয়াগোর মেয়র স্টিভ ভউস জানিয়েছেন।
সান ডিয়াগো শেরিফ জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার একটু আগে চাবাদ সিনাগগ থেকে কর্মকর্তাদের ডাকা হয়, এর আগে এক ব্যক্তি সেখানে ‘এআর-১৫ টাইপ’ আধাস্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করে।
তিনি জানান, সন্দেহভাজন একটি গাড়ি নিয়ে পালানোর সময় ছুটিতে থাকা সীমান্ত টহল পুলিশের এক কর্মকর্তা আর্নেস্টকে আটক করেন।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের সামনে এ বিষয়ে কথা বলার সময় ক্ষতিগ্রস্তদের প্রতি ‘গভীর সহানুভূতি’ প্রকাশ করে বলেন, এই মুহূর্তে এটিকে ‘হেইট ক্রাইম’ বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই ঘটনার আদ্যোপান্ত বের করবো আমরা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ‘অশুভ ও কাপুরুষোচিত’ গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন।
নিউজওয়ান২৪.কম/কেআর
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন