ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩%

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১৭ জুলাই ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। 

সকাল ১০টায় সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষার ফলের সারসংক্ষেপ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

এবারের প্রকাশিত ফলাফলে সারা দেশে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৪৩ জন।

এর পর দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলের তথ্য-উপাত্ত তুলে ধরবেন। দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে মোবাইল ফোনে এসএমএস, বোর্ডের ওয়েবসাইটে এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১২-২১ মে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

নিউজয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত