ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ইয়াঙ্গুনে ছিটকে পড়লো বাংলাদেশ বিমানের উড়োজাহাজ, আহত ৩০

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৯, ৮ মে ২০১৯  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রতিবেশী মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় আজ দুর্ঘটনায় পড়েছে। আজ (বুধবার) সন্ধ্যায় ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে ৩০ যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। 

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও সূত্র জানিয়েছে। একটি সূত্র চানায় উড়োজাহাজটির পাইলট এবং কয়েকজন ক্রুও আহতদের মধ্যে আছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরের দুর্ঘটনা কবলিত এস২-এজিকিউ বোম্বারডিয়ার ড্যাশ উড়োজাহাজটিকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের ঘাসে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় পত্রিকা ইয়াঙ্গুন টাইমস।

এই দুর্ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, উড়োজাহাজটির দুটি ডানাই সম্ভবত ভেঙে গেছে। এছাড়া দুর্ঘটনার পরপর দমকল কর্মীদের সেখানে তৎপর দেখা গেছে।

বিমানবন্দরের একটি সূত্র ইয়াঙ্গুন টাইমসে নিশ্চিত করেছে যে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। 

এদিকে, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে দিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্লেনটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ১১ জনকে।

বিমান বাংলাদেশে সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ৪৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ২২মিনিটে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় ড্যাশ-৮ মডেলের উড়েজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

বিমানের প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, জরাজীর্ণ ড্যাস-৮ কিউ ৪০৯ মডেলের এই উড়োজাহাজটির অবস্থা অনেকদিন থেকেই ভালো না।

অপরদিকে, ইয়াঙ্গুন বিমানবন্দরে ফ্লাইটের উঠানামাআপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। অবতরণে অপেক্ষমান ফ্লাইটগুলোকে থাইল্যান্ডের চিয়াংমাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত