ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

আরো ৫ হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ৩০ মার্চ ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে সংক্রমণের ৩৮৮তম দিনে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনে। একই দিনে মারা গেছেন আরো ৪৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ৮ হাজার ৯৯৪ জন।

আজ (মঙ্গলবার) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে সোমবার (২৯ মার্চ) দেশে আরো ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান আরো ৪৫ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি।  নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ। 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত