ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

আমি নোবেল পুরস্কারের যোগ্য নই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা প্রশমনে ইমরানের ‘ইতিবাচক’ ভূমিকার কারনে তাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য সামাজিক মাধ্যমে ও পার্টির পক্ষ থেকে জোরদার আহ্বান জানায় বিভিন্ন স্তরের মানুষ। এই পরিপ্রেক্ষিতেই ইমরান মন্তব্য করেছেন, তিনি নোবেল পুরস্কারের ‘যোগ্য নন’।

সোমবার ইমরান খান টুইটারে লেখেন, ‘তিনিই এই পুরস্কার পাওয়ার যোগ্য হবেন, যিনি কাশ্মীর সমস্যা কাশ্মীরের মানুষদের ইচ্ছা অনুযায়ী সমাধান করতে পারবেন এবং এই উপমহাদেশে শান্তি ও মানুষের উন্নয়নের পথ তৈরি করবেন।’

পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ৬৬ বছর বয়সী ইমরানকে নোবেল পুরস্কারের ভূষিত করার জন্য একটি প্রস্তাবনা শনিবার দেশটির পার্লামেন্টে পেশ করেন।

ইমরান খানকে এই পুরস্কার দেয়ার আহ্বান জানিয়ে করা একটি অনলাইন পিটিশনে এখন পর্যন্ত স্বাক্ষর করেছে চার লাখেরও বেশি মানুষ, জানায় আলজাজিরা।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান যখন যুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল, সেই সময়ে ইমরান খান ভারতের প্রতি শান্তির বার্তা দিয়ে সবাইকে চমকে দেন। গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বন্দী হওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে ‘শান্তির ইঙ্গিত’ হিসেবে মুক্তি দেয়া হবে। শুক্রবার অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত