ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৮  

ফুটবল খেলায় জনপ্রিয় দেশ ক্রোয়েশিয়া। এবার দেশটিতে বসছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।

 

এ প্রতিযোগিতায় ৯ বছরের ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন হাফেজ শিহাবুল্লাহ।

ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহ বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর খ্যাতিমান কারি হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর যাত্রাবাড়িস্থ তাহফিজুল কোরআন ওয়অস সুন্নাহ মাদরাসার ছাত্র। কুমিল্লা জেলার বরুড়ায় তার বাড়ি।

হাফেজ শিহাবুল্লাহর এ ইউরোপ সফরে সঙ্গে রয়েছেন কারি নাজমুল হাসান (দা.বা.)। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার এ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম ও পতাকার সম্মান রক্ষায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহর প্রতি রইলো বিজয়ের দোয়া ও শুভ কামনা... আল্লাহুম্মা আমিন।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ