ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করার সেরা সময়...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

ঠিক কোন বয়স থেকে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার শুরু করা উচিত থেকে শুরু করে কোন বয়সে অ্যান্টি এজিং ক্রিম মাখলে আদৌ কোনও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন নানা প্রশ্ন রয়েছে অ্যান্টি এজিং ক্রিমকে ঘিরে। 

তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল এখানে-

কোন বয়স থেকে অ্যান্টি এজিং ক্রিম মাখা শুরু করা উচিত?

কৈশোরে আমাদের ত্বক স্বাভাবিকভাবেই কোমল ও পেলব থাকে। ফলে এই সময়টা অ্যান্টি এজিং ক্রিম মাখা নিষ্প্রয়োজন। কিন্তু ২৫ বছর পেরোনোর পর থেকে ত্বকে পরিবর্তনের প্রথম চিহ্নগুলো ধরা পড়তে শুরু করে। তাই ত্বক পরিচর্যার রুটিন বদলে নেওয়ার এটাই সময়। অনেকেই যদিও কুড়ির কোঠায় পা দেওয়ার পর পরই অ্যান্টি এজিং প্রডাক্ট মাখতে শুরু করেন, কিন্তু পঁচিশে শুরু করলে সবচেয়ে ভালো ফল পাবেন। তাড়াতাড়ি অ্যান্টি-এজিং ক্রিম মাখতে শুরু করলে ভবিষ্যতে বহুদিন পর্যন্ত আপনার ত্বক টানটান, বলিরেখাহীন থাকবে।

অ্যান্টি এজিং ক্রিম কীভাবে কাজ করে?

ত্বকের সূক্ষ্ম রেখা, বলিরেখা দূরে রাখতে অ্যান্টি এজিং ক্রিম খুবই কার্যকরী। এর পাশাপাশি ত্বক সুস্থ রাখতেও সাহায্য করে অ্যান্টি এজিং ক্রিম। রোদ, ধুলোবালি, দূষণ থেকে প্রতিদিন ত্বকের যে ক্ষতি হয়, তা থেকে বাঁচতে অ্যান্টি এজিং ক্রিম দারুণ কার্যকর। 

কী ধরনের অ্যান্টি এজিং ক্রিম মাখা উচিত?

বাজারে নানাধরনের অ্যান্টি-এজিং ক্রিম পাওয়া যায়। ত্বকের ধরন ও প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে ক্রিম কিনুন। আপনার অ্যান্টি-এজিং ক্রিম যদি এসপিএফ যু্ক্ত হয়, তা হলে ত্বক রোদ থেকেও সুরক্ষিত থাকবে। সঠিক নিয়ম অনুসরণ করে, নিয়মিত ব্যবহার করুন। প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিশ্চিন্ত থাকুন, বহুদিন পর্যন্ত আপনার ধারেকাছেও ঘেঁষতে পারবে না বয়স।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত