ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

অবাক করা কিছু টিপস

প্রকাশিত: ০৯:৩৬, ৩ অক্টোবর ২০১৮  

 

প্রয়োজনীয় কিছু টিপস জানা থাকলে খুব কঠিন কাজও কিন্তু খুব সহজে করা যায়। আবার ফেলে দেয়া অনেক জিনিসকেও দরকারী কাজে লাগানো যায় যদি ব্যবহারের নিয়মটা জানা থাকে। 

এমনই কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন আজকে-

প্রিয় মানুষটার সঙ্গে সিনেমা দেখা এবং রাতের খাবার খাওয়ার কথা ভাবছেন? তবে আগে সিনেমা দেখুন তারপর খাবার খান। এতে করে খাওয়ার সময় সহজে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে পারবেন।

হঠাৎ বিদ্যুৎ চলে গেছে আর এদিকে বাসায় মোমবাতিও নেই। কি করবেন? হাতের কাছে মোম রঙ থাকলে সেটিই ব্যবহার করুন মোমের বদলে।

শান্তিমত মোবাইল গেমস খেলার সময় বিরক্তিকর অ্যাডগুলো বিরক্ত করে? এবার থেকে মোবাইলকে এরোপ্লেন মুডে দিয়ে গেমস খেলুন। আর অ্যাড বিরক্ত করবেনা।

ইউ এস বি ক্যাবল বা চার্জার বেশিদিন ভালো রাখতে চাইলে পুরনো কলমের স্প্রিং রোল করে তারের মাথায় সংযুক্ত করে দিন। আর সহজে ছিড়বে না।

বক্সের মুখ বেশিদিন বন্ধ করে রেখে দিলে আঠালো ভাবের সৃষ্টি হয়। এর থেকে মুক্তি পেতে এক চিমটি করে লবন দিয়ে রাখুন। আর আঠালো ভাব হবেনা।

চুলে চুইংগাম লেগে গেলে তাড়াহুড়া করবেন না। একটা ছোট বাটিতে একটু কোক ঢেলে তাতে চুইংগাম লাগা অংশ দু এক মিনিট ভিজিয়ে রাখুন। চুইংগাম উঠে আসবে।

নতুন কিছু শেখার পর একটু খানি ঘুমিয়ে থাকুন। এতে আপনার ব্রেনে শেখা জিনিসটা বেশিদিন স্থায়ী হবে।

চা খাওয়ার জন্য টি ব্যাগ ব্যাবহার করলে সেগুলো না ফেলে শুকিয়ে রাখুন। বাইরে থেকে আসার পর আপনার জুতোর ভেতর টি ব্যাগ দিয়ে রাখুন। কটু গন্ধ পালাবে।

কখনো খিদা পেটে দোকানে কিছু কেনাকাটা করতে যাবেন না। এতে করে অনেক প্রয়োজনীয় জিনিসই কিনতে ভুলে যাবেন আপনি।

রাতে ঘুমাতে গেছেন অথচ কিছুতেই ঘুম আসছেনা? এক মিনিট চোখের পাপড়ি ঘন ঘন নাড়াতে থাকুন। ক্লান্ত চোখ আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করবে।

সুত্রঃ টাইম অফ এজুকেশন

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত