অবশেষে ভিসি কার্যালয়ের তালা খুলে দিলেন শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আন্দোলন আজকের মতো স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের কার্যালয়ের তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টায় পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ভিসি। এ সময় ভিসি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বলে জানান। তিনি বলেন, আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি।
ভিসি বলেন, আমি সারাদিন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, মিটিং করেছি। এগুলো না করলে দাবিগুলোর সমাধান হবে কীভাবে। সব তো আমার হাতে নেই। তোমাদের দাবির সঙ্গে আমি একমত। উদ্ভূত সমস্যা সমাধানের উপায় বের করা হচ্ছে।
এর আগে রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোমবার থেকেই বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার আন্দোলন নতুন মাত্রা পায়। তারা সাত দফা দাবি পেশ করেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পাস করেছে পূজা চেরি ও দীঘি
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- বাংলাদেশের যা কিছু প্রথম
- সাড়ে ৩ পাওয়া শিফাকে ভিকারুন্নিসা অধ্যক্ষ করতে গোপন মিটিং!
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- ‘গোল্ডেন গার্ল’ শীলা! ঢাবি, জাবি, মেডিকেলের পর বুয়েটেও চান্স
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-২)