অন্যের যেসব সামগ্রী হতে সাবধান!
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

ফাইল ছবি
প্রতিটা মানুষের আলাদা কিছু ব্যবহারিক সামগ্রী থাকে। যেগুলো শুধু হবে নিজের জন্যই। কারণ এসব সামগ্রীর সরাসরি ব্যবহার, একজন থেকে অন্যজনের শরীরে জীবাণু ছড়াতে পারে। যেমন চিরুনি ও হেয়ার ক্লিপ উকুন ও খুসকি ছড়ায়। তাই যাই হোক না কেন, নিজের একান্ত সামগ্রীগুলো সযত্নে রাখুন শুধুই নিজের জন্য।
তোয়ালে
রেজার, টুথব্রাশের মতো তোয়ালে ব্যবহারেও হতে হবে সাবধান। কারণ তোয়ালে শেয়ারের মাধ্যমে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা চর্মরোগ ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই সুইমিং বা স্পোর্টস ক্লাব, সমুদ্রে গেলে অবশ্যই নিজের ছোট তোয়ালেটি সঙ্গে নিতে ভুলবেন না।
স্লিপার
বাথরুমের জন্য সাধারণত একই স্লিপার সবাই ব্যবহার করি। বাসায় থাকার কারণে পায়ে তেমন জীবাণু থাকে না, তাই বিষয়টি নিরাপদ। তার ওপর ঘরের স্লিপার পা কে রাখে পরিষ্কার। তবে দুশ্চিন্তার বিষয় হতে পারে অতিথিকে নিয়ে। বাহির থেকে আসা অতিথি পায়ে করে বিভিন্ন ফাঙ্গাস সঙ্গে আনতে পারে, বিশেষ করে গ্রাম থেকে এলে। তাই তার জন্য বাথরুমে আলাদা স্লিপার রাখুন।
কসমেটিক্স
নিজের মেকআপ কিট সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না। বিশেষ করে মেকআপ এপলাইয়ের ব্রাশ। পার্লারে গেলেও খেয়াল করবেন তারা যেন পরিষ্কার করা ব্রাশ ব্যবহার করে। ব্রাশের মাধ্যমে চর্মরোগ জলদি ছড়ায়।
লিপস্টিক
লিপস্টিকের কথা আলাদা করে বলার কারণ, এর শেয়ারিং হার্পিসের মতো ভাইরাস জনিত চর্মরোগ ছড়াতে পারে। ভালো ব্রান্ডের আসল লিপস্টিক কেনার পরও, লিপস্টিক শেয়ার করার কারণে ঠোঁটে ফাঙ্গাসের জন্ম হতে পারে। পরবর্তিতে যা ঘায়ের রূপ নিতে পারে। তাই লিপস্টিক ও লিপস্টিকের ব্রাশ কোন ভাবেই শেয়ার করবেন না। আর শেয়ার করতে হলে পরিষ্কার হাতের আঙুলের সাহায্যে লিপস্টিক লাগাবেন।
ডিওডোরেন্ট রোল অন
‘ডিওডোরেন্ট রোল অন’ বগলে সরাসরি ব্যবহার করা হয়। এতে ব্যাকটেরিয়ার মতো জীবাণু ছড়ানোর আশংকা অনেক বেশি থাকে। তাই সরাসরি ত্বকে ব্যবহার হওয়া সামগ্রী যা সাবান দিয়ে ধুয়ে রাখা যায় না, সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন।
শুধু কি স্কিন প্রোডাক্ট, জীবাণু ছড়াতে পারে আপনার কানের হেডফোনটিও। কারণ হেডফোন শেয়ার মানে, কানের ব্যাকটেরিয়ার শেয়ার। তাই বন্ধুকে নিজের হেডফোন ধার না দিয়ে, আসলে আপনি বন্ধুকে ইনফেকশনের হাত থেকে বাচাচ্ছেন।
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে
- শিশুকে ফ্লাইং কিস: আমিরাতি তরুণের জেল