অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

সংগৃহীত ছবি
বাংলাদেশের মেয়েরা অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও শেষ হাসি ইয়াং টাইগ্রেসদের। রোমাঞ্চকর লড়াইয়ে লঙ্কানদের ১০ রানে হারিয়েছে দিশা-প্রত্যাশারা।
গ্রুপপর্বে টানা জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স অনেকটা নিশ্চিত হয়ে গেল লাল-সবুজের জার্সিধারীদের। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে চলে যাবে বাংলাদেশ।
চলতি এ বিশ্বকাপের উদ্বোধনী আসর শুরুর আগে আইসিসির ওয়েবসাইটে গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট, আর তারপরই ছিল শ্রীলঙ্কার অবস্থান। বাংলাদেশকে দেওয়া হয়েছিল ‘ডার্ক হর্স’ তকমা। দুই ফেবারিট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলার মেয়েরা।
সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশের। প্রত্যাশা ও স্বর্ণার অনবদ্য ফিফটিতে ভর করে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলার বাঘিনীরা। অন্যদিকে, টার্গেট তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে লঙ্কান মেয়েরাও। বাংলাদেশের মতো তারাও জোড়া ফিফটি পেয়েছে।
যদিও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হার মানলো তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলে বাংলার মেয়েরা। আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহার অনবদ্য ৭৫ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনিংসের ১১ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে তাদের জুটি। ব্যাট হাতে দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন প্রত্যাশা। বিশ্বকাপের মঞ্চে অর্ধশতকের মাইলস্টোন পূর্ণ করার পর ব্যাট হাতে আরও চড়াও হতে চেয়েছিলেন আফিয়া প্রত্যাশা।
তবে লঙ্কান বোলার নেথারঞ্জলির বলে বোল্ড হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করেন এ ওপেনার। শেষ দিকে ঝড় স্বর্ণা। ৩ চার ও ২ ছক্কায় মাত্র ২৮ বলে ঝোড়ো ফিফটি করেন এ ব্যাটার।
এদিকে, টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই মারুফার বলে গোল্ডেন ডাকের শিকার উদ্বোধনী ব্যাটার নেথমি সেনারত্ন। চার ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লঙ্কানরা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক বিষ্মী গুনারত্নে ও দেওমি বিহঙ্গা। দুজনই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। তাদের ব্যাটে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত ১০ রান স্বল্পতায় খোয়া গেছে সেই স্বপ্ন। ৬০ রানে অপরাজিত ছিলেন লঙ্কান কাপ্তান।
বাংলাদেশের হয়ে জোড়া উইকেট মারুফার আর একটি উইকেট দখলে নিয়েছেন অধিনায়ক দিশা বিশ্বাস।
নিউজওয়ান২৪.কম/রাজ
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল