ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

২৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৩ নভেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


চট্টগ্রাম টেস্টে অভিষেকেই বাজিমাত করলেন স্পিনার নাঈম হাসান। তরুণ এই স্পিনার অভিষেকেই ৫ উইকেট তুলে নিয়েছে। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩২৪ রানের জবাবে ২৪৬ রানে গুটিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৭৮ রানে লিড নিয়ে শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ।

ইনিংসের শেষ উইকেট তুলে নিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেট জোমেল ওয়ারিকানকে বোল্ড করে পাঁচ উইকেট নিয়ে ষোলকলা পূর্ণ করেন এই তরুণ। এর আগে ইনিংসের ৫৩তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে দেবেন্দ্র বিশুর পর কেমার রোচকেও এলবির ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট দখল করেন এই ডানহাতি।

বল হাতে বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ১৪ ওভারে ৬১ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া অধিনায়ক সাকিব ১১ ওভারে ৪৩ রানে তিনটি। মিরাজ ও তাইজুল নেন একটি করে উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বিষাক্ত স্পিনে দলীয় ৩১ রানে প্রথম তিন উইকেট হারানোর পর ৭৭ ও ৮৮ রানে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত করেন অভিষেক টেস্ট খেলতে নামা নাঈম হাসান। ৩১ রান করা রোস্টন চেজকে ইমরুল কায়েসের ক্যাচে ফেরান তিনি। পরে সুনীল অ্যামব্রিসকে (১৯) এলবির ফাঁদে ফেলেন।

এর আগে ইনিংসের ১১তম ওভারে তাইজুল ইসলামের বলে এলবির ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ১৪ রান করা কাইরান পাওয়েল। পরের ওভারেই প্রথম বল করতে এসে নতুন ব্যাটসম্যান শাহি হোপকে বোল্ড করেন সাকিব আল হাসান। একই ওভারের শেষ বলে ১৩ রান করা অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকেও ফেরত পাঠান সাকিব। এরপর মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফিরেছেন ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা শিমরন হেটমায়ার। ৪৭ বলে ৬৩ রান করে মিরাজের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন তিনি।

এর আগে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩২৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম দিনে মুমিনুলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রান যোগ করতেই শেষ দুটি উইকেট হারায় টাইগাররা। অভিষিক্ত নাঈম হাসান ২৬ ও মোস্তাফিজুর রহমান শূন্য রানে জোমেল ওয়ারিকনের বলে আউট হলে ৪ উইকেট লাভ করেন এই ক্যারিবীয় স্পিনার। তাইজুল ইসলাম ৩৯ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে প্রথম দিন শেনন গ্যাব্রিয়েল ৪টি উইকেট নেন। জোমেল ওয়ারিকন ২টি এবং দেবেন্দ্র বিশ ও রোচ একটি করে উইকেট পান।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত