ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

২৩০ আসনে বিজয়ী হবে আওয়ামী লীগ : নাসিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসনে বিজয়ী হবে বলে দাবি করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এর আগে, গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।

ফখরুলে এমন বক্তব্যে নাসিম বলেন, আমি যদি প্রশ্ন করি, এই ভবিষ্যদ্বাণী আপনি (মির্জা ফখরুল) করেন কীভাবে, জনগণের রায় আপনি কী করে দেন। আসলে এগুলো হুমকি–ধমকি।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসন পাবে। এসময় বিএনপি নেতাদের হুমকি–ধমকি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত