১/১১’র পরীক্ষিত সৈনিক অনু এবার নৌকার মাঝি হতে চান
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরে গ্রামগঞ্জে প্রচারণা চালাচ্ছেন তাসভীরুল হক অনু। ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনু। তিনি লক্ষীপুর-৪ (রামগতি, কমলনগর) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশি।
তাসভীরুল হক অনু
গণসংযোগে তিনি দেশব্যাপী সরকারের উন্নয়ন তুলে ধরছেন। এছাড়াও তাদের মাঝে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। ভবিষ্যত লক্ষীপুরের কর্ম পরিকল্পনা কী হবে তা নিয়ে নেতা কর্মীদের মতামত চাওয়া ও সমস্যা সমাধানে সভা সমাবেশ করছেন। এছাড়াও রামগতি বড় খেড়ি, করুনা নগর, কমল নগরের চরকাদিয়া, পটোয়ারীর হাট, তোরাবগঞ্জ বাজারে গণসংযোগ করছেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর একক চেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সত্য হতে চলেছে। বাঙ্গালী জাতি আজ গর্ব করে বিশ্বের বুকে বিস্ময় সৃষ্টি করেছে।
মনোনায়ন সম্পর্কে তিনি বলেন, ১/১১’র সময় জীবন বাজি রেখে নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করেছি। সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণসংযোগ করেছি। গণতন্ত্রের মানসকন্যাকে মুক্ত করতে গিয়ে আমার জন্য আমার পরিবারের উপর নির্যাতন চালানো হয়। তবুও বিন্দুমাত্র পিছু পা হইনি।
ফকরুদ্দিন মইন্নুদ্দিন সরকারের মিথ্যা মামলায় আমার জীবনে নেমে এসেছিল ঝড়, শিক্ষা জিবনে সাময়িক ব্যাতয় ঘটে। তবুও আমার বিশ্বাস, কর্মকান্ড থেকে একটুও চিড় ধরাতে পারেনি ওরা। দলের কাছে মনোনায়ন চাইবো। বঙ্গবন্ধু কন্যা আমাকে যদি উপযুক্ত মনে করে মনোনায়ন দেন তবে অবশ্যই আমি এ আসনটি উপহার দিতে পারবো। আমি দীর্ঘদিন ধরে এলাকার জনগণের পাশে আছি। তাদের সুখে দুঃখে পাশে দাড়িয়েছি। মসজিদ, মন্দির নির্মান, চিকিৎসাসহ নানা কাজে আমারা অবদান রেখেছি। প্রথম কাজ হবে, নদীভাঙ্গন রোধ ও বেকারমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা। টেকসই উন্নয়নে সবাইকে একত্রিত করে সকল মতভেদ দূর করা। আমি লক্ষীপুর-৪ আসনকে মডেল জোন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাইবো।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও