‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
'০১৭' সিরিজের নম্বরের পাশাপাশি নতুন '০১৩' সিরিজের নম্বর চালু করার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে আরো একটি সূবর্ণ অধ্যায়ের সূচনা করলো দেশের শর্ষিস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের নম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
নতুন সিরিজের একটি নম্বর থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান।
টেলিফোনে কথা বলার সময় মন্ত্রী বলেন, যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানিয়ে আশা করেন যে, প্রতিষ্ঠানটি তাদের সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে।
গ্রামীণফোনের ০১৭ সিরিজের দশ কোটি নম্বরের বেশির ভাগই বিক্রি হয়ে যাওয়ায় নতুন নম্বর সিরিজ দেওয়ার জন্য ২০১৫ সালের শুরুতে বিটিআরসির কাছে আবেদন করে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি গ্রামীণফোনের জন্য ০১৩ সিরিজের দুই কোটি নম্বর বরাদ্দের সিদ্ধান্ত নেয়।
বর্তমানে বিটিআরসির হাতে ০১৩ সিরিজের নম্বর ছাড়া রয়েছে ১০ সংখ্যার ০১০, ০১২ এবং ০১৪ সিরিজের নম্বর। বরাদ্দ দেওয়া রয়েছে সিটি সেলের জন্য ০১১, টেলিকটের জন্য ০১৫, এয়ারটেলের জন্য ০১৬, গ্রামীণফোনর জন্য ০১৭, রবির জন্য ০১৮ ও বাংলালিংকের জন্য ০১৯ সিরিজের নম্বর।
অনুষ্ঠানে এ সময় গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএম
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত