ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হিমঘরে কার অপেক্ষায় ‘গিটার জাদুকর’?

জিহাদ

প্রকাশিত: ১২:০৪, ১৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এখন শুধুই অপেক্ষা আইয়ুব বাচ্চুর। কখন ফিরবেন ছেলে-মেয়ে! তারা দুজনই থাকেন দেশের বাইরে। ছেলে আহনাফ তাজোয়ার পরিসংখ্যান নিয়ে পড়াশুনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। তিনি কানাডাতেই থাকেন। এই কারণে বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি তিনি। আজ দেশে ফেরার কথা রয়েছে তার। 

অপরদিকে মেয়ে রাজকুমারী, থাকেন অস্ট্রেলিয়ায়। বাবার মৃত্যু সংবাদ শুনে দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। 

তাই সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নেয়ার জন্যই অপেক্ষা বাড়ল আইয়ুব বাচ্চুর। 

এর আগে, ব্যান্ড গানের লিজেন্ড আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। নিজ বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়া অবস্থায় মারা যান তিনি।

এদিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নেয়া হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় এই শিল্পীকে।

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে কিংবদন্তি এ সঙ্গীতশিল্পীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেছে। এর আগে সকাল ১০টা ১০ মিনিটের দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি স্কয়ার হাসপাতাল থেকে রওয়া দেয়।

কিংবদন্তি এ সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানো ও শেষবারের মতো দেখার জন্য হাজারো ভক্ত ভিড় করছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই ভবনে। এরপরে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

এরপরেই আবারো স্কয়ারের হিমাগারেই শুয়ে থাকবেন বাচ্চু। সেখানে ছেলে মেয়ের জন্য অপেক্ষা করবেন তিনি। 

ছেলে ও মেয়ে দেশে ফেরার পর আগামীকাল শনিবার গিটার জাদুকরকে তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হবে। এর আগে চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজ ওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত