ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

সড়কে দায়িত্বে ফিরল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ১২ আগস্ট ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ। সোমবার রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। কয়েক দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় থেকে সড়কের শৃঙ্খলায় নিরলস কাজ করে যাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সকালে শ্যামলী, আগারগাঁও, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, জাহাঙ্গীর গেট, মহাখালী, সৈনিক ক্লাব, বনানী, গুলশান, বিমানবন্দর সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্বপালন করতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত