ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

স্বামী-স্ত্রীর ‘লিডার’ বর্জন! 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

স্বামী-স্ত্রী তথা নায়ক ওমর সানি ও মৌসুমী। বরিশালের একটি প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পেয়েছে তাদের অভিনীত ছবি ‘লিডার’। এতে নায়িকা ছিলেন মৌসুমী ও নায়ক ওমর সানি।

এদিকে, এই ছবিটি মুক্তির পর পরিচালক দিলশাদুল হক শিমুলের বিরুদ্ধে অভিযোগ করেন ওমর সানি। তিনি জানান, তারা দুজন তথা ওমর সানি ও মৌসুমী ছবিটি বর্জন করেছেন।

ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে ওমর সানি বলেন, ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে। এটি আসলে দর্শকদের জন্য প্রতারণা করা হয়েছে। আপনারা বলেন, বাংলা ছবির মান ভালো না, সাউন্ড ভালো না, কালার ভালো না, গানের স্টাইল ভালো না। 

তিনি অভিযোগে আরো বলেন, দেখুন, এই ছবিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করতে রাজি হই তখন গল্পটি ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে নষ্ট করতে পারেন, তার বাস্তব প্রমাণ এই প্রথম পেলাম।

ওমর সানি বলেন, এই ছবিতে আমি আর মৌসুমী কোনো ডাবিং করিনি। এই ছবির ৬০ ভাগ শুটিং বাকি। এই প্রতারণা পরিচালক শিমুল কেন করল, আমি ঠিক জানি না। দর্শকদের সঙ্গে করেছে এমন প্রতারণা, আমাদের সঙ্গেও করেছে, একটি গল্পের সঙ্গেও করেছে। 

এটা তার করার কোনো দরকার ছিল না। ছবিটা শেষ করতে পারতো। শুটিং শেষ করতে পারতো।

এদিকে, এক বছর আগে পরিচালক সমিতিতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন বলেও জানান ওমর সানি। তিনি বলেন, পরিচালক ছবিটা শেষ করতে পারতেন। শুটিংয়ে অনেক পার্শ্ব শব্দ থাকে, ডাবিংয়ে সেটা ঠিক করা হয়। কিন্তু সেটিও তিনি করেননি।

দর্শকদের কাছে অভিযোগ জানিয়ে ওমর সানি আরো বলেন, আমি একজন সচেতন মানুষ, চলচ্চিত্রকর্মী, তাই আপনাদের জানাতে বাধ্য হলাম। কারণ পরে আপনারাই বলবেন ছবি ভালো হয়নি। আমি ও মৌসুমী এই ছবিটি বর্জন করছি।

এদিকে, ওমর সানির এমন অভিযোগে পরিচালক দিলশাদুল হক শিমুল বলেন, পুরো শুটিং বলতে কী বোঝাতে চান উনি? আমার ছবি, পরিচালক হিসেবে আমি জানি, কী দরকার আর কী দরকার নেই। যেখানে যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই কাজ করেছি। 
আর উনি তো (ওমর সানি) ছবির মূল চরিত্রে নেই। যে ছবি সেন্সরে ছাড় পেয়ে আসলো সেটা নিয়ে এখন এত কথা কেন? আমি আসলে বুঝতে পারছি না, কেন তিনি এমনটা করছেন।

পরিচালক আরো বলেন, হলিউড ও বলিউডে কিছু ছবিতে লাইভ সাউন্ড রেকর্ডিং হয়। আমরা চেয়েছি ছবিতে সেই ন্যাচারাল সাউন্ড রাখতে। যখন ছবিটি শুটিংয়ের পরিকল্পনা করি, তখন ন্যাচারাল সাউন্ড রেকর্ডিংয়ের সিদ্ধান্ত নিই। শিল্পীরাও সেটা জানেন। আমি বলব ওমর সানির বক্তব্য পুরোপুরি অবাস্তব। 

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ ছবিতে ফেরদৌস, মৌসুমী, ওমর সানি ছাড়া আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু ও সোহেল খান প্রমুখ।

নিউজওয়ান২৪/জেডআই